মেয়র পদপ্রার্থী নিজের ভোটই দিতে পারলেন না!
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী এম এ মতিন অভিযোগ করেছেন, বহিরাগত সন্ত্রাসীদের বাধায় তিনি নিজের ভোটই দিতে পারেননি। এ কারণে তিনি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার সকালে নগরের মোমিন রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এম এ মতিন এ ঘোষণা দেন।
এম এ মতিন চরকা প্রতীক নিয়ে মেয়র পদে দাঁড়িয়েছিলেন। তিনি আজ সকালে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি।
এম এ মতিন সাংবাদিকদের বলেন, ‘প্রার্থীই যদি ভোট দিতে না পারে, প্রার্থীই যদি কেন্দ্রে ঢুকতে বাধাগ্রস্ত হয়, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে যদি সেন্টারই দখল হয়ে যায় এবং আমার এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়, তাহলে এখানে কে নির্বাচন করবে, কার জন্য নির্বাচন করবে। এ কারণে আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করলাম। এবং সরকারকে বলব, এই ন্যক্কারজনক ঘটনার জন্য সরকারকে এটার জন্য হয়তো জাতির কাছে বৃহত্তর মাশুল দিতে হবে।’