নির্বাচন বর্জন করলেন রনিও
নির্বাচন বর্জন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী গোলাম মাওলা রনিও। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই মেয়র পদপ্রার্থী হয়েছিলেন।
আজ মঙ্গলবার বিকেলে গোলাম মাওলা রনি এনটিভি অনলাইনকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে এই আশায় নগরবাসীর সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস ছিল অবাধ নির্বাচন হবে। কিন্তু আজ ভোটই হয়নি। রাতেই ব্যালট বাক্স পূর্ণ করে ফেলা হয়েছে। সকালে জোর করে ভোট দেওয়া হয়েছে। এ রকম পরিবেশে নির্বাচন করা যায় না। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’
গোলাম মাওলা রনি আরো বলেন, ‘আজকের, ২৮ এপ্রিলের নির্বাচন গত ৫ জানুয়ারির নির্বাচনের চেয়েও নোংরা হয়েছে।’
২০০৮ সালে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন গোলাম মাওলা।
এর আগে বিকেল ৩টার দিকে নিজ ফেসবুক পেজে রনি লেখেন, ‘অন্য সব প্রতিযোগীর মতো আমিও এই নির্বাচন বর্জন করলাম। ৫ জানুয়ারির নির্বাচন টিভিতে দেখছিলাম আর ২৮ এপ্রিলের নির্বাচন চর্মচক্ষে দেখলাম। এও কি সম্ভব? হ্যাঁ। রঙে ভরা বঙ্গে সবই সম্ভব।’