সেরা ২০
চট্টগ্রামে শীর্ষে কলেজিয়েট স্কুল
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবার চট্টগ্রাম বোর্ডে শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। পরীক্ষায় অংশ নেওয়া ৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭৭ জন জিপিএ ৫ পেয়েছে। আর উত্তীর্ণ হয়েছে শতভাগ।
urgentPhoto
২৮৫ জন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটি থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৩৪ জন শিক্ষার্থী। আর সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ ৫ পেয়েছে। ফলাফলে বোর্ডে প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে।
চট্টগ্রামে বোর্ডে শীর্ষ ২০ এ থাকা অপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রম অনুসারে দেওয়া হলো।
চতুর্থ চট্টগ্রাম সদরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, পঞ্চম চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ চট্টগ্রাম সদরের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, সপ্তম চট্টগ্রামের পাঁচলাইশের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নবম চট্টগ্রামের সিলভার বেলস গার্লস হাই স্কুল, ১০তম চট্টগ্রামের পাঁচলাইশের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১১তম চট্টগ্রামের পাঁচলাইশের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, ১২তম চট্টগ্রামের পাঁচলাইশের চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৩তম চট্টগ্রামের বন্দরের নৌবাহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম চট্টগ্রামের পাঁচলাইশের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ১৫তম চট্টগ্রাম সদরের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ১৬তম কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭তম চট্টগ্রামের আনোয়ারার কাফকো স্কুল অ্যান্ড কলেজ, ১৮তম চট্টগ্রাম সদরের সেন্ট স্কলাসটিকা গার্লস হাই স্কুল, ১৯তম চাটগাঁওয়ের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ২০তম চট্টগ্রাম সদরের সেন্ট প্ল্যাসিড হাই স্কুল।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৭। দেশের আটটি বোর্ডে এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন।