নিপীড়নবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের মামলা
নিপীড়নবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট ভাঙচুর, সম্পদহানি এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় এ মামলা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান তিনি। মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় গেট ভাঙচুর, সম্পদহানি এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখায় এই মামলা করা হয়েছে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে গত বুধবার ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়ে প্রক্টরকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট বন্ধ করে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলাপসিপল গেট ভেঙে ফেলেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে বিচারের জন্য ৪৮ কর্মঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস মামলার প্রতিক্রিয়ায় বলেন, তাঁরা প্রশাসন চালাতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁরা এ ধরনের মামলা করেছেন। এই মামলা ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছেন।