আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ জয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/21/photo-1516547483.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ জয়ী হয়েছে। ২৫ জন প্রতিনিধির মধ্যে ২৪ জনই গণতান্ত্রিক ঐক্য পরিষদের। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদের একজন প্রতিনিধি জয়ী হয়েছেন।
সব কেন্দ্রের ভোটগণনা শেষে আজ রোববার বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। গতকাল শনিবার ভোটগ্রহণ করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিরা হলেন, আতাউর রহমান প্রধান, এ এস এম মাকসুদ কামাল, এম. ফরিদ উদ্দিন, এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এস এম বাহালুল মজনুন, মুহাম্মদ আবদুস সামাদ, জিনাত হুদা, অসীম সরকার, এম ইকবাল আর্সলান, সাদেকা হালিম, মাহফুজা খানম, তাজিন আজিজ চৌধুরী, এমরান কবির চৌধুরী, এ এইচ এম এনামুল হক চৌধুরী, মো. লিয়াকত হোসেন মোড়ল, মো. আলাউদ্দিন, সৈয়দ হুমায়ুন আখতার, রামেন্দু (কৃষ্ণ) মজুমদার, এ বি এম বদরুদ্দোজা, নিজাম চৌধুরী, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল বারী, রঞ্জিত কুমার সাহা ও মো. নাসির উদ্দিন।
এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদের আ ফ ম ইউসুফ হায়দার গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তবে এ নির্বাচনে বাম সমর্থিত প্রগতি পরিষদের কেউ জয় পাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৩ হাজার ৯৯৭ জন। নির্বাচনে ভোট পড়েছে মোট ২২ হাজার ৬৪২টি। এরমধ্যে এক হাজার ২৬০টি ভোট বাতিল হয়েছে।