সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিভার্সিটির অ্যালামনাই পুনর্মিলনী হয়ে গেল গতকাল শুক্রবার। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান তিনি।
উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন বলেন, ‘আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জায়গায় ভালো অবস্থান করে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল রাখতে তাদের ভূমিকা রয়েছে। এই মিলনমেলায় সবাইকে দেখে আমি আনন্দিত।’
মিলনমেলায় সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. এম. শমশের আলী ও রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ।
রাত ৮টায় ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগীতশিল্পী প্রতীক হাসান, সাবরিনা অনি, আরজে ইভান সাইর, শারমিন দিপু, হাসান অনিক, শাকিল সাখাওয়াৎ, কাউসার আহমেদ বিজন ও রাহাত।