শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভাপতির পদত্যাগ
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। আজ রোববার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে পদত্যাগের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে বিভাগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষকরা। এর কিছুক্ষণ পর শিক্ষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে আন্দোলনে নামেন বিভাগের শিক্ষার্থীরাও। একপর্যায়ে অধ্যাপক নাসিমা জামানকে সেমিনার কক্ষে আবদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বেলা দেড়টার দিকে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের সভাপতির পদত্যাগের বিষয় নিশ্চিত করলে তাঁরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।
গত বছরের ২৭ জুলাই একই বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে বিভাগের শিক্ষকদের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে সভাপতি নাসিমার কাছে অভিযোগ করেন বিভাগের ১১ জন শিক্ষক। এরপর শিক্ষক রুখসানা পারভীন সভাপতির উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে ওই ১১ জন শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
এতে যৌন হয়রানি, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ আনা হয়। রুখসানা পারভীনকে মদদ দেওয়ার অভিযোগে উপাচার্য বরাবর অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ করেন ওই ১১ শিক্ষক। এরপর থেকে ওই বিভাগের ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৭৫তম সিন্ডিকেট সভায় উপাচার্য তাঁকে পদত্যাগের জন্য অনুরোধ করবেন বলে সিদ্ধান্ত হয়।