ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে ধর্মঘট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’দের আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ডাকা ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও (জাবি) ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট।
আজ সোমবার সকাল ৭টা থেকেই জোটের নেতাকর্মীরা অনুষদগুলোর ফটক বন্ধ করে ধর্মঘটের সমর্থনে অবস্থান নেন। ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
তবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে টিউটোরিয়াল, বিজনেস স্টাডিজের একটি বিভাগে মিডটার্ম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে টিউটোরিয়াল ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মঘটের বিষয়ে জোট নেতা সুস্মিতা মরিয়ম বলেন, ‘ছাত্র ধর্মঘট স্বেচ্ছায় পালন করতে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। তিন-চারটি বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধু।’
এর আগে ভোরে পরিবহন চত্বরে অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। এ কারণে সকালে পরিবহন চত্বর থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগের ‘মারধরে’র প্রতিবাদে দেশব্যাপী এ কর্মসূচির ডাক দেয় প্রগতিশীল জোট।
পরে ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবীব এ কর্মসূচির ঘোষণা দেন। চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
দাবিগুলো হলো—আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ‘হামলাকারী’দের দ্রুত গ্রেপ্তার ও বিচার, গত ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, মামলা প্রত্যাহার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় প্রশাসনকে বহন করা।