কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এমরান কবির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/30/photo-1517319650.jpg)
দীর্ঘ ৫৮ দিন উপাচার্যশূন্য থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেন।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
রাষ্ট্রপতি ও আচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার প্রজ্ঞাপন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ড. এমরান হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য।
গত বছরের ২ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের মেয়াদ শেষ হলে উপাচার্য পদটি প্রায় ৫৮ দিন খালি থাকে। উপাচার্যশূন্য থাকায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। আটকে আছে অর্ধশতাধিক সেমিস্টারের পরীক্ষা ও ফলাফল। সেই সঙ্গে গত মাসের বেতন পাননি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।