কুবির স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি
উপাচার্য পদে যোগদানের প্রথম কার্যদিবসেই স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি এ ও বি এবং ২৪ ফেব্রুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাবে। এ ছাড়া কুবির হেল্পলাইন ০১৫৫৭৩৩০৩৮১ ও ০১৫৫৭-৩৩০৩৮২-তে ফোন করেও জানা যাবে।
এ শিক্ষাবর্ষে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী।
গত বছরের ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৬ নভেম্বর অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ২ ডিসেম্বরের পর ৫৮ দিন উপাচার্য শূন্যতায় ভর্তি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছিল নানা অনিশ্চয়তা।