কর্মবিরতির ঘোষণা ইবি শিক্ষক সমিতির
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর ওপর দুর্বৃত্তদের হামলার ছয়দিন পার হয়েছে। কিন্তু হামলাকারীরা আটক বা গ্রেপ্তার না হওয়ায় তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি চলবে বলে জানা গেছে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এর আগে গত ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি একই দাবিতে তিনদিন ক্লাস বর্জন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি না করায় আমরা এ কর্মসূচি দিয়েছি। প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এই কর্মবিরতির মধ্যে যদি সন্তোষজনক কোনো অগ্রগতি পাওয়া না যায় তবে, আমার পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করব।’
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ঝিনাইদহের শৈলকুপা থানার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড়দহ নামক স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।