বিজ্ঞপ্তি ছাড়াই ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি ছাড়াই ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করেই ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল বলে জানা যায়।
জানা যায়, রায়কে কেন্দ্র করে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীরা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে পারে- এমন আশঙ্কা থেকেই বেশির ভাগ বিভাগে দুপুরের পর থেকে সব বিভাগের ক্লাস বন্ধ ছিল।
দর্শন বিভাগের নবম ব্যাচের ছাত্র জামিলুল হক বলেন, ‘আজকের পরিস্থিতিকে কেন্দ্র করে ক্লাস বাতিল করা হয়েছে।’ অষ্টম ব্যাচের মো. আল আমিন বলেন, ‘আমাদেরও ক্লাস হয়নি।’ লোক প্রশাসন বিভাগের জবেদা আক্তার অমি বলেন, ‘তাদের বিভাগেও কোনো ক্লাস হয়নি।’
সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানেও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পলাশী, শহীদ মিনার, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ বিভিন্ন জায়গায় তল্লাশিও করে তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘রায়ের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় কিছু বিভাগে ক্লাস হয়নি। তবে অনেক বিভাগে ক্লাস হয়েছে। অনেক শিক্ষক আমাকে ক্লাসের বিষয়টি জানিয়েছেন। তা ছাড়া প্রশাসনিক কার্যক্রম ঠিক ছিল।’