রাবির ফোকলোর বিভাগের কক্ষ বরাদ্দের দাবিতে মানববন্ধন
কক্ষ বরাদ্দ দেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এরপর বেলা ১১টার দিকে মানববন্ধন শেষ করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেনের কাছে যান শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়টি সভাপতিকে জানান। এ ছাড়াও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে নানা ধরনের উত্তেজনামূলক কথা ছড়াচ্ছে বলে সভাপতির কাছে অভিযোগ করেন।
পরে সভাপতি আখতার হোসেন ইতিহাস বিভাগের সভাপতির কাছে ফোন দিয়ে তাঁদের শিক্ষার্থীদের উত্তেজনামূলক কথাবার্তা না বলতে অনুরোধ জানায়। এরপর সভাপতি আখতার হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আজকের মতো তাঁদের কর্মসূচি থেকে সরে যান।
জানতে চাইলে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে কথা বলব। কক্ষ বরাদ্দের বিষয়টি শান্তিপূর্ণভাবেই হবে। আমি ইতিহাস বিভাগের সভাপতির সাথে কথা বলেছি। তাদের শিক্ষার্থীরা আর বাজে মন্তব্য করবে না বলে আমাকে আশ্বস্ত করেছেন।’