এহসানের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/11/photo-1518369783.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান রফিকের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ দাবিতে আজ রোববার দুপুরে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য চত্বরে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে গত মঙ্গলবার দিবাগত রাতে ক্যালকুলেটর ধার দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের একদল নেতার পিটুনির শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিক। ওই ঘটনায় তাঁর বাম চোখ মারাত্মকভাবে জখম হয়।
এই ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাম চোখে প্রচণ্ড আঘাত পাওয়ায় বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়েও স্বাভাবিক অবস্থায় ফেরেনি তাঁর চোখ।
গত শুক্রবার সকাল থেকে তাঁর নাক দিয়ে রক্ত বের হয় এবং থেমে থেমে হয় বমি। শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে ১০ দিনের ওষুধ দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায়ই ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে শিক্ষার্থী নির্যাতিত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এতে কাউকে শাস্তি দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র তদন্ত কমিটি গঠন করে। কিন্তু কাউকেই বিচারের আওতায় আনে না। কেননা যাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, তারা প্রহসনের কাজ করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা এহসানের ওপর হামলাকারীকে স্থায়ী বহিষ্কার ও তাঁর চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে এবং তার প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে তদন্ত কমিটির সমন্বয়ক অধ্যাপক সাব্বীর আহমেদকে একাধিকবার কল দিলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।