খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাবিতে শিক্ষকদের অনশন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার রায় বাতিল করে মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থী শিক্ষকরা।
গত রোববার থেকে তাঁরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছেন। এ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবারও বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তাঁরা।
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আজহার আলী, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহাদৎ হোসেন মণ্ডল, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম সরকার, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. সিএম মোস্তফা, রাজশাহী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রোখসানা বেগম টুকটুকি প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি টাকা ব্যাংকে থেকে চার কোটি হয়েছে, তাহলে দুর্নীতি হলো কোথায়? সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এ সময় দ্রুত রায় বাতিল করে খালেদা জিয়াকে মুক্তির দাবি জানান তাঁরা।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবারও একই স্থানে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।