নটর ডেমে বসন্তবরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/16/photo-1518766671.jpg)
কোকিলের কলতান আর পলাশরাঙা সকাল নিয়ে হাজির ভালোবাসার বসন্ত। প্রিয় ঋতুকে বরণ করতে তাই বাঙালিয়ানায় মেতেছিল নটর ডেম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নটর ডেম আবৃত্তি দলের অনুপ্রেরণায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে চতুর্থবারের মতো আয়োজিত হয় ‘বসন্তবরণ’ উৎসব।
কবিতা-গান- নৃত্যের মূর্ছনায় আবাহন করা হয় প্রিয় বসন্তকে। ছাত্রদের অসাধারণ সাংস্কৃতিক প্রতিভা মুগ্ধ করে সকলকে। বাদ যাননি শিক্ষক-শিক্ষিকামণ্ডলীও। হলুদ শাড়ি, লাল পাঞ্জাবি আর আবীরের রঙে তাঁরা যেন হয়ে ওঠেন প্রকৃতির অংশ। নটর ডেম আবৃত্তি দলের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হলেও নটর ডেম সাংস্কৃতিক গোষ্ঠী ও ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশন ক্লাবের পক্ষ থেকে পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। দুজন শিক্ষকের আবৃত্তি অনু্ষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরে অন্য শিক্ষকদের পক্ষ থেকে 'মহুয়ার পালা' পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি বলেন, 'এমন আয়োজন প্রমাণ করে, নতুন প্রজন্ম তাদের ঐতিহ্যকে ভুলে যায়নি; বরং তারা ঐতিহ্যকে ধারণ করে।' এমন আয়োজন শিক্ষার্থীদের অনেক বেশি সংস্কৃতিপ্রেমী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। নটর ডেম আবৃত্তি দলের মডারেটর মারলিন ক্লারা পিনেরু অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন। উপস্থাপনার ফাঁকে তিনি বলেন, ‘সেভাবে কোনো প্রস্তুতি না থাকলেও অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনা ছিল প্রশংসার যোগ্য। স্বল্প সময়ের এই আয়োজন দর্শককে মাতিয়ে রেখেছে।’ পুরো আয়োজন সন্তোষজনক হয়েছে বলে তিনি মনে করেন।