জামার হাতা গুটানো কেন বলেই পিটুনি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/19/photo-1519060964.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনিয়র শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক নবীন শিক্ষার্থীকে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে এ ঘটনা ঘটে।
এদিন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান ও তাঁর এক বন্ধু ক্লাস থেকে ফেরার সময় আল বেরুনি হলের ৪৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী পরিচয় জানতে চায় তাঁদের। এ সময় আশিকুরের জামার হাতা গুটানো কেন তা জানতে চায় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আশিকুর কৈফিয়ত দিতে অস্বীকার করলে ৪৬ ব্যাচের আল বেরুনি হলের আবাসিক শিক্ষার্থী জোবায়েদ আশিক, সজীব আহমেদ রাজ, শাহরিয়ার শরীফসহ আরো কয়েকজন মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে আশিকুরকে লেকে ফেলে দেয় তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আশিকুরকে।
আশিকুরকে পিটুনির বিষয়ে জানতে চাইলে জোবায়েদ আশিক বলেন, ‘আমি বিষয়টি জানি না।’
সজীব আহমেদ রাজ অস্বীকার করে বলেন, ‘আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছু জানি না।’
যোগাযোগ করা সম্ভব হয়নি শাহরিয়ার শরীফের সঙ্গে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘জামার হাতা গুটিয়ে রাখায় মারধর করা হয়েছে বলে জেনেছি। আশিকুরকে বলেছি লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’