স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের বর্ষপূর্তি
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত হলো গতকাল মঙ্গলবার। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ফিল্ম অ্যান্ড মিডিয়ার বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ জে এম শফিউল আলম ভুইঁয়া বলেন, ‘একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়ার মতো একটি বিভাগ ১৪ বছর পার করা সহজ কোনো ব্যাপার নয়। যাঁরা চলচ্চিত্র নিয়ে পড়তে আসেন, তাঁরা চ্যালেঞ্জ নিয়ে পড়তে আসেন। কারণ, আমাদের সমাজ চলচ্চিত্রকে সমর্থন দিতে চায় না।’ তিনি আরো বলেন, ‘গত পাঁচ-সাত বছরে বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসার ঘটেছে। চলচিত্র শিক্ষার প্রসারে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আশা করি, একাডেমিক শিক্ষার মাধ্যমে কয়েক বছরের মধ্যে অনেক ভালো ভালো চলচ্চিত্রকার তৈরি হবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যতগুলো ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আছে, সবাইকে একসঙ্গে কাজ করা উচিত।’
বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, সহকারী অধ্যাপক সাকিরা পারভীন এবং শাহানা চৌধুরীসহ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
স্টামফোর্ড ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলচ্চিত্রবিষয়ক প্রথম বিভাগ। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ যাত্রা শুরু করেছিল ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিভাগটি চালু হয়েছে।