ঢাবিতে তথ্যবিজ্ঞানের চেয়ারম্যানের বিচারের দাবিতে ক্লাস বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় চেয়ারম্যানের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। তাঁদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার দেখা গিয়েছে। পোস্টারগুলোতে লেখা ছিল—‘নৈতিকতা আজ ক্ষত-বিক্ষত’, ‘মুখ বুজে আর কত?’, ‘এত লজ্জায় মুখ লুকাব কোথায়?’ ‘আমরা লজ্জিত স্যার’, ‘সমাধান নয়, সুবিচার চাই’, ‘সুষ্ঠু এবং ন্যায়বিচার একমাত্র কাম্য’, ‘শিক্ষক এমন কেন?’, ‘নীরবতাই আমাদের শক্তি’।
মানববন্ধনে বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নওশেরা শিরিন বলেন, ‘শিক্ষক হবেন শিক্ষার্থীদের রোল মডেল। শিক্ষার্থীরা শিক্ষকের কাছে শুধু পাঠগ্রহণই করেন না, তাঁর কাছে শেখেন সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন রচনা এবং সে স্বপ্ন বাস্তবায়নের কলাকৌশল। শিক্ষার্থীরা একজন আদর্শ শিক্ষকের কাছে কেবল ছাত্রই নয়, তাঁরা তাঁর স্বপ্ন। তাঁরা সন্তান-সন্ততি। তাদের মধ্য দিয়ে তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করেন।’
আরেক শিক্ষার্থী সাব্বির হোসেন শুভ বলেন, ‘সম্প্রতি আমাদের বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন। তাতে আমরা হতবাক এবং একই সঙ্গে ক্ষুব্ধ। এ ধরনের ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় বিভাগের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছি।’
মানববন্ধনে আরো বক্তব্য দেন কানিজ ফাতেমা, চতুর্থ বর্ষের আতিয়া নূর চৌধুরী, আহমেদ রুবেল তানভীর, রাহাত, তৃতীয় বর্ষের শিশির, দ্বিতীয় বর্ষের শাহজালাল, বিভাগের সাবেক ছাত্র তৌহিদুর রহমান প্রমুখ।
গত ১৩ মার্চ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠে। ১৪ মার্চ ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর বরাবর অভিযোগ দেন।