গলায় সনদ আর রাস্তায় ঝাড়ু দিয়ে কোটা সংস্কারের দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/25/photo-1521980639.jpg)
গলায় ঝুলছিল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। আর হাতে ছিল ঝাড়ু। সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করল রাস্তার ময়লা।
এটি স্বেচ্ছাসেবী কোনো কর্মসূচি ছিল না। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালিত হয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।
আজ রোববার বেলা ১১টায় সাধারণ ছাত্রছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশ থেকে গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করে শিক্ষার্থীরা। এরপর গুরুত্বপূর্ণ সড়কে ঝাড়ু দেওয়া একই স্থানে এসে মিলিত হয় তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে পাঁচ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেয়।
সমাবেশে শিক্ষার্থীদের দাবি, এক দেশে দুই নীতি চালু থাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন মিথ্যা হতে বসেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধু কোটা থাকার কারণে কোটাধারীরা যে কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে। অপরদিকে দেশের শত শত মেধাবী কোটা বৈষম্যের শিকার হয়ে বেকারত্বে ভুগছে। তাই যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে।