মাহিদ হত্যার প্রতিবাদে মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মাহিদ আল সালামের হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার ও নিরাপত্তার দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিলেট শহর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হয়।
পরে সিলেট শহরের চৌহাট্টার শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। সেখানে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল ১০টায় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মানববন্ধন-পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাঁরা কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করেন তাঁরা।
গত রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার সময় সিলেট নগরের কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিদ আল সালাম। অন্যদিকে সোমবার সন্ধ্যার দিকে সিলেট নগরের বাগবাড়ী এলাকায় ছিনতাইয়ের শিকার হন ইংরেজি বিভাগের ছাত্রী নাজিয়া নিসা।