জাবিয়ান বিজনেস কার্নিভালের মিডিয়া পার্টনার এনটিভি অনলাইন

আগামী ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাবিয়ান বিজনেস কার্নিভাল (জেবিসি)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সংগঠন জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক (জেবিএন) এই কার্নিভালের আয়োজন করছে।
এই কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি অনলাইন। এ নিয়ে গতকাল বুধবার বিকেলে জেবিএন ও এনটিভি অনলাইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এনটিভি অনলাইনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনটি পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপনের একটি অংশ হিসেবে আয়োজিত এই জাবিয়ান বিজনেস কার্নিভালে দুদিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। এ ছাড়া থাকছে সফল ব্যবসায়ীদের সম্মাননা, একাধিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, ফুড ফেস্ট, মেহেদি উৎসবসহ আরো বেশ কয়েকটি আয়োজন।
অনুষ্ঠানে জেবিসির আহ্বায়ক মূর্তজা মূর্শেদ গোলাম কিবরিয়া খান লোদী বলেন, ‘কার্নিভালে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। আমরা জাহাঙ্গীরনগর কমিউনিটির সবাইকে পাশে চাচ্ছি। আমাদের এই জার্নিতে সঙ্গে থাকছে এনটিভি অনলাইন।’
হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দীন আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের এত বড় একটি প্ল্যাটফর্মের সঙ্গে এনটিভি অনলাইন যুক্ত হওয়ায় খুব ভালো লাগছে। এই সংগঠন এই বিশ্ববিদ্যালয়ের সব উদ্যোক্তাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাচ্ছে, তাঁদের ট্রেইন (প্রশিক্ষণ) করতে চাচ্ছে, এটি খুবই ভালো উদ্যোগ। যারা ক্রিয়েটিভিটি বা নতুন কিছু নিয়ে কাজ করছে, আমরা এনটিভি অনলাইন তাদের পাশে থাকি।’
এনটিভি অনলাইনের নিউজরুম এডিটর সেখ ফয়সাল আহমেদ বলেন, ‘জেবিএন কার্নিভালে এনটিভি অনলাইন থাকতে পেরে গর্বিত। সেইসঙ্গে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই কাজের সঙ্গে থাকতে পেরে আমিও গর্বিত।’ এনটিভি অনলাইন আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে থাকবে বলে জানান তিনি।
এনটিভি অনলাইনের ব্যবসায় উন্নয়নের সহকারী ব্যবস্থাপক এস এম মোর্শেদুল আরফিন বলেন, ‘আমরা জাবিয়ান বিজনেস নেটওয়ার্কের একটি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি মিডিয়া পার্টনার হিসেবে। এই ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আশা করি, আগামীতে যত ইভেন্ট আসবে, সেখানে আমরা অংশগ্রহণ করতে পারব।’
এ ছাড়া অনুষ্ঠানে জেবিএনের পক্ষে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম মিথুন, মোহাম্মদ আলী জিন্নাহ, সুরাইয়া ফেরদৌস, সাগর হাসনাথ। এনটিভি অনলাইনের পক্ষে উপস্থিত ছিলেন নিউজরুম এডিটর সেখ ফয়সাল আহমেদ, ব্যবসায় উন্নয়নের জ্যেষ্ঠ নির্বাহী সাইমুম ইমতিয়াজ।
জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে ব্যবসায়িক সমস্যা, সমাধান, সম্ভাবনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যকর নেটওয়ার্কিং গড়ে তোলা হয়। ছয় মাসের ডিজিটাল যাত্রায় জেবিএনে পাঁচ হাজার তিনশর বেশি সদস্য যুক্ত হয়েছেন।