মহরতে ‘দেরি’ হয়ে উঠল আলোচ্য বিষয়
‘শাকিব একদিনে আজকের শাকিব খান হননি, অনেক পরিশ্রম আর সাধনা দিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি যখন নতুন ছিলেন তখন সবার আগে শুটিংয়ে আসতেন। পাশে বসে সিনিয়রদের শুটিং দেখতেন, নিজের স্ক্রিপ্ট বারবার পড়তেন। প্রতিটি কাজে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করতেন। সময়জ্ঞান আর কাজের মান দিয়ে নিজের যোগ্যতা দেখিয়েছেন, এভাবে পরিচালক আর প্রযোজকদের কাছে প্রয়োজনীয় করে তুলেছেন। আমি নতুনদের কাছে আশা করব, তারা সময়টা মেনে চলবেন। তা হলেই ভালো চলচ্চিত্র নির্মাণ সহজ হবে।’ গতকাল রোববার ‘মাতাল’ ছবির মহরতে এসব কথা বলেন অভিনেতা মিশা সওদাগর।
রাজধানীর মগবাজারে একটি রেস্তোরাঁয় শাহিন সুমন পরিচালত ‘মাতাল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ত্রিভুজ প্রেমের এই ছবিতে অভিনয় করছেন নায়ক আসিফ নূর, সুমিত ও নবাগতা অধরা খান।
অনুষ্ঠানে মিশা সওদাগর আরো বলেন, ‘আমি যখন চলচ্চিত্রে নতুন কাজ করতাম, তখন শুটিংয়ের অনেক আগেই আসতাম। তখন রাজীব সাহেব, আহমেদ শরিফের মতো সিনিয়র শিল্পীদের পেছনে আমাকে অভিনয় করতে হতো। আমি সব সময়ই সিনিয়রদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। শুটিংয়ে কল টাইমের অনেক আগেই চলে আসতাম এবং সবার আগে মেকাপ নিয়ে বেরিয়ে আসতাম যেন সিনিয়রদের সঙ্গে মেকাপ রুমে দেখা না হয়। আজকের এই অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে কারণ শিল্পীরা দেরি করে এসেছেন, আশা করি সবাই এটা খেয়াল রাখবেন।’
অনুষ্ঠানে দেরিতে আসা নিয়ে নায়ক সুমিত বলেন, ‘আমি পারিবারিক কাজে রংপুর গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল, আমি কখনো শুটিংয়ে দেরি করি না। আপনারা আমাকে ক্ষমা করবেন।’
মহরতের অনুষ্ঠানে দেরিতে আসা আরেক নায়ক আসিফ নূর বলেন, ‘বিকেল ৪টায় আমি সাভার থেকে রওনা দিয়েছিলাম। যানজটের কারণে আসতে দেরি হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। আমি যেভাবে বড় হয়েছি বা অভিনয় ছাড়াও যেসব কাজের সঙ্গে যুক্ত তাতে দেরি শব্দটা আমার সাথে যায় না। এর পরও আজ আসতে দেরি হয়েছে। এমন আর হবে না বলে আমি প্রতিজ্ঞা করছি।’
অভিনেতা সাদেক বাচ্চু বলেন, ‘আসলে আজ বোধ হয় আমরা সিনিয়র শিল্পীরা তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু আমি দায় স্বীকার করে বলতে চাই, আমরাও অনেক সময় দেরি করি। আমার এমনও হয়েছে যে সকাল ৯টা থেকে মেকাপ নিয়ে বসে আছি, সন্ধ্যায় শুটিং হয়েছে কারণ একজন শিল্পী দেরি করেছেন। আমি মনে করি, একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে সবার ভালোবাসা দরকার।’
মহরত অনুষ্ঠানে বক্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক বদিউল আলম খোকন।