ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না : শাকিব
বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসার মানে কী এটা নিয়ে অনেক কবি-সাহ্যিতিক অনেক কিছু লিখেছেন। কিন্তু ঢালিউডের কিং শাকিব খান মনে করেন ভালোবাসার কোনো অর্থ হয় না। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই জানান তিনি।
শাকিব খান বলেন, ‘আমি তো মনে করি, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। কারণ ভালোবাসা ব্যাপারটাই অনেক সুন্দর অনেক বেশি কালারফুল। এর ব্যাখ্যা কিংবা সংজ্ঞা দেওয়া কঠিন। ভালোবাসা অনুভব করে নিতে হয়।’
রোমান্টিক নায়ক হিসেবে শাকিব খানের জনপ্রিয়তার কথা কারো অজানা নয়। এখন পর্যন্ত অসংখ্য ভালোবাসার গল্পের ছবিতে অভিনয় করে অসংখ্য দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।
নিজের অভিনীত ভালোবাসার কোন ছবিটি বেশি প্রিয় জানতে চাইলে শাকিব খান বলেন, ‘আমার অভিনীত প্রতিটি ছবিই আমার প্রিয়। প্রতিটা ছবির ভালোবাসার গল্প আলাদা। চরিত্রেও রয়েছে ভিন্নতা। বিশেষ একটা ছবির কথা আমি বলতে পারব না।’
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পথা চলা শুরু করেন শাকিব খান। তাঁর অভিনীত উল্লেখ্যযোগ্য কিছু চলচ্চিত্র হলো, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘সাহসী মানুষ চাই’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘কোটি টাকার প্রেম’, ‘দেবদাস’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘সম্রাট’, ‘শিকারি’ ‘মাই নেম ইজ খান’, ‘রাজত্ব’, ‘আরো ভালোবাসব তোমায়’,‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি।