জন্মদিনেও ব্যস্ত সুজানা জাফর
জনপ্রিয় মডেল সুজনা জাফরের জন্মদিন আজ। রাজধানীর উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ নামে একটি বাড়ি আছে। সুজানা ছুটি পেলে সেখানে প্রায়ই যান। প্রতিবন্ধীদের সঙ্গে গল্প করে সময় কাটান। আজ জন্মদিন উপলক্ষে সুজানা বিকেলে চেশায়ার হোমে যাবেন। প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে কেক কাটবেন তিনি। মিডিয়া ও মিডিয়ার বাইরের কাছের বন্ধুদের চেশায়ার হোমে আমন্ত্রণ জানিয়েছেন সুজানা।
আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন সুজানা জাফর। প্রায় প্রতিদিন শুটিং করছেন তিনি। আজ সকাল থেকে ধানমণ্ডির একটি স্টুডিওতে ফটোশুট করেন সুজানা।
এনটিভি অনলাইনকে সুজানা বলেন, ‘জন্মদিন, তাই নাটকের কোনো শুটিং রাখিনি। কিন্তু ফটোশুট কোনোভাবে এড়িয়ে যেতে পারলাম না। কারণ, তারিখটা আগেই ঠিক করা ছিল। তবে বিকেলের সময়টা খুব সুন্দর কাটবে আশা করি। আমার প্রতিবন্ধী বন্ধুরা অনেক ভালোবাসে আমাকে। তারা সবাই এখন আমার পরিবারের সদস্যের মতো।’
আজ সকালে ফেসবুকে সুজানা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।’
সুজানা জাফর মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় করেও সুখ্যাতি অর্জন করেছেন তিনি। অভিনয়ের ব্যাপারে এখন খুব সিরিয়াস এই মডেল-কন্যা। ফটোশুটের ফাঁকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন সুজানা জাফর।