ইতালির চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘বৃহন্নলা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/16/photo-1434454384.jpg)
মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ ছবিটি এবার ইতালির ‘A Film For Peach Festival-2015’-এ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। প্রতিযোগিতায় মোট ২৫টি দেশের ৭৩টি চলচ্চিত্রের মধ্যে ৩০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এরমধ্যে ইরান, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বোসনিয়া, ব্রাজিল, চীন, জার্মান, ফ্রান্স, আমেরিকা, স্পেন, রাশিয়া, নরওয়ে, ইরাক, পর্তুগালের ছবিও স্থান পেয়েছে।
‘A Film For Peach Festival’-এর দশম আসর বসছে এবার। উৎসবটি চলবে ১২ জুলাই পর্যন্ত, এ দিন ঘোষণা করা হবে পুরস্কার। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন পরিচালক মুরাদ পারভেজ। এটিএন বাংলা ও ফিল্ম হকার প্রযোজিত এবং সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি ইতিমধ্যে দেশ-বিদেশে কয়েকটি পুরস্কার অর্জন করেছে।
‘বৃহন্নলা’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও সোহানা সাবা।
অভিনেত্রী সোহানা সাবা বলেন, “‘বৃহন্নলা’ চলচ্চিত্রের জন্য পুরো টিম আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের শ্রম সফল হয়েছে। চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছি আমরা। যে কোনো প্রতিযোগিতায় চলচ্চিত্রটি স্থান পাওয়া আমাদের জন্য অর্জন। আমরা অনেক খুশি।”