আসছে সাইমন-মিষ্টির ‘তুই আমার’

সাইমন ও মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার’ আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন সজল আহমেদ। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবির নায়িকা মিষ্টি জান্নাত। মৌলিক গল্পের এই ছবি নিয়ে আশাবাদী ছবির পরিচালক।
পরিচালক সজল আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবিটি আগামী ২১ এপ্রিল মুক্তির জন্য প্রস্তুত করছি। এখন চলছে ছবির প্রচার, বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিচ্ছি। একেবারেই মৌলিক গল্পের একটি ছবি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’
ছবির গল্প নিয়ে সজল বলেন, ‘একসময়ের জমিদার পরিবারের গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করেছি। জমিদারপ্রথা এখন নেই, তবে আছে তাঁদের আভিজাত্য, অহংকার। সেই অহংকারী পরিবারের মেয়ে মিষ্টি জান্নাত আর নায়ক সাইমন তার বাসার কাজের ছেলে। যদিও নিজের বাড়ির ছেলে হিসেবেই সে বড় হয়। এমনই একটি গল্প নিয়ে এই ছবি নির্মাণ হয়েছে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’
মিষ্টি জান্নাত এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি সব সময় একটু বেছে বেছে কাজ করতে চাই। এই ছবির গল্পটা আসলে আমাকে কাজ করতে উৎসাহ দিয়েছে। প্রেমের গল্পের ছবি আমি এর আগেও করেছি। প্রেমটা আসলে অনেকভাবেই উপস্থাপন করা যায়। এই ছবিতে প্রেম যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটি দর্শক অনেক উপভোগ করবেন। ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো ছবি নিয়ে দর্শকের সামনে আসতে পারি। আর দর্শককে বলব, আমাদের এই প্রচেষ্টা আপনাদের জন্যই। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। আপনাদের ভালো লাগলেই আমরা আরেকটি ছবি করতে উৎসাহ পাব।’
‘তুই আমার’ ছবিতে গান গেয়েছেন ভারতের শান, আকৃতি কক্কর। ছবির সংগীত পরিচালনা করেছেন ভারতের প্রীতম।