‘আড়াল’ প্রায় শেষ
শাহেদ চৌধুরী পরিচালিত ‘আড়াল’ ছবির কাজ প্রায় শেষ। বাকি রয়েছে দুটি গানের দৃশ্যায়ন। তবে ঠিক কোন ধরনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘আড়াল’ তা নিয়ে মুখ খুলতে রাজি নন সংশ্লিষ্টরা। ছবির নায়ক শাহ রিয়াজ বলেন, ‘এরই মধ্যে ছবির শুটিং ডাবিং শেষ করলাম। ঈদের পর দুটি গানের শুটিং করতে বান্দরবানে যাব। এই দুটি গান শেষ করলেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হবে।’
পরিচালক শাহেদ চৌধুরী বলেন, ‘আষাঢ় মাসে বান্দরবানের পরিবেশটা অনেক কোমল থাকে, প্রকৃতি অনেক স্নিগ্ধ থাকে আর এই সময়টাকেই ক্যামেরায় ধরতে চাইছি আমি। ঈদের জন্য অপেক্ষা করছি। আশা করি ঈদের পরই শুটিংটা শেষ করতে পারব।’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, নায়িকা আঁচল ও বিপাশা কবির।
ছবির নায়ক শাহ রিয়াজ বলেন, ‘ছবির গল্প শুনেই রাজি হয়ে যাই, সময় উপযোগী অসাধারণ একটি গল্প। ছবিতে আমি নায়ক আবার ভিলেন, দুটোই। আসলে আমি কী রকম সেটা ছবি না দেখলে বোঝা যাবে না। এই ছবির জন্য আমার আলাদাভাবে নিজেকে তৈরি করতে হয়েছে। আঁচল অন্ধ হয়েও যখন প্রতিশোধ নিতে মরিয়া, তখন এই অন্ধ মেয়েটাকে আমিই মার্শাল আর্ট শিখাই। আর এ কারণে আমাকেও মারামারি শিখতে হয়েছে আলাদা করে।’
এ পর্যন্ত ১৪টি ছবিতে কাজ করছেন নায়ক শাহ্ রিয়াজ। তারপরও ফেজবুকে বা অনলাইনে তাঁর প্রচারণা কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দর্শক আমাকে দেখতে চান সিনেমার পর্দায়। তাঁরা ছবিতে আমার অভিনয়, ছবির গল্প দেখে আমাদের মূল্যায়ন করবেন। আমার প্রচারণা দরকার সেটা আমার ছবির জন্য। আর ছবিতে আমার কাজ যদি ভালো হয়, তা হলে তো দর্শকই আমার প্রচারণা চালাবেন। আর শটের আগে নিজের মোবাইল ফোনে একটা সেলফি সঙ্গে নিজের একটা মন্তব্য ‘ওমুক ছবির শুটিং করছি’ এটাতে আসলে কাজের ক্ষতি হয়। কারণ কাজের প্রতি মন নেই, মন সেলফিতে, আর সেলফিটা খারাপ হলে মন আরো খারাপ হয়ে যায়। আর এগুলো করে আমরা আসলে কী পাচ্ছি? মানুষের মাঝে একটা সাধারণ ক্রেজ তৈরি হবে। এটাকে স্টার ইজম বলা যাবে না। এই স্টার ইজমটাও আবার কাজের ক্ষতি করছে। নিজে আত্মবিশ্বাসী না হয়েও আত্ম-অহংকারী হয়ে উঠছে। তবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, কাজগুলো দর্শকদের ভালো লাগবে।’
পরিচালক শাহেদ চৌধুরী বলেন, ‘আমরা ২০১৪ সালের আগস্ট মাসে ছবির কাজ শুরু করেছিলাম। ছবির কাজ আড়ালই করে যাচ্ছি। ছবির নামও ‘আড়াল’। সংবাদমাধ্যমেও আমরা প্রচার চালাচ্ছি না। দুটো গানের শুটির শেষ করতে পারলে সেন্সর বোর্ডে জমা দেব। আর সেন্সর বোর্ডের অনুমতি পেলে তিন মাস সময় থাকবে প্রচারণার জন্য। আমাদের মনে হয়েছে এই সময়টা যথেষ্ট।’
ছবির নাম ‘আড়াল’ রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহেদ বলেন, ‘আমার ছবির প্রতিটি চরিত্রই আসলে আড়াল। যে অনেক ভালো মানুষ, গল্পে দেখা যাবে সে আসলে ভিলেন। সবচেয়ে খারাপ যে মানুষটা দেখবেন, সে আসলে ভালো মানুষ।’
ছবির গল্প পুরো না বললেও সংক্ষেপে ধারণা দিতে রাজি হন শাহেদ খান। তিনি জানান, এই ছবিতে আঁচল আর বিপাশা পুলিশ অফিসার থাকবেন। তাঁরা কয়েকজন পুলিশ অফিসার মিলে সন্ত্রাসীদের একটি তালিকা তৈরি করেন। এই তালিকা ধরে কাজ করলে দেশের অশান্তি দূর করা সম্ভব। একসময় শত্রুরা বিষয়টি জানতে পারলে শুরু হয় আক্রমণ। এমনই এক আক্রমণে প্রাণে বেঁচে গেলেও চোখ হারান আঁচল। প্রচণ্ড জেদি আঁচল এ সময় অন্ধ অবস্থায় মার্শাল আর্ট শেখা শুরু করেন। একসময় সবার আসল চেহারা সমাজের মানুষের সামনে তুলে ধরেন আঁচল ও বিপাশা। ছবির শেষে অবশ্য এক নায়িকা মারা যান। দর্শককে হলে গিয়েই দেখতে হবে কোন নায়িকা শেষ পর্যন্ত বেঁচে থাকেন।
‘আড়াল’ ছবিতে রিয়াজ, আঁচল, বিপাশা ছাড়াও রয়েছেন আলীরাজ, মিজু আহম্মেদ, ইলিয়াস কোবরা প্রমুখ।