শাকিব-অপুর ‘বাজিকর’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/31/photo-1438344533.jpg)
বর্তমান সময়ের একমাত্র প্রতিষ্ঠিত ‘জুটি’ শাকিব-অপু। এবারের ঈদে মুক্তি পেয়েছে তাঁদের ছবি ‘লাভ ম্যারেজ’। ঈদের দিন থেকেই ছবিটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দর্শকের ভিড়ে টিকেট না পেয়ে ফেরত যাচ্ছেন অনেকেই। এবার শাকিব-অপুভক্তদের জন্য সুখবর। পরিচালক সাইফ চন্দনের ‘বাজিকর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে এ জুটি।
ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘একটি মৌলিক গল্প নিয়ে আমরা তৈরি করছি এই ছবি। ইদানীং সিনেমা নিয়ে অনেকেই একটা অভিযোগ করেন, ছবি দেখে মনে হয় না বাংলাদেশের গল্প। আমাদের এই ছবির গল্প বাংলাদেশের মানুষের গল্পের ছবি। দর্শক হলে বসে যখন ছবিটা দেখবে, নিজের গল্পই মনে হবে। টেকনিক্যাল কিছু বিষয়ে বাংলাদেশে পিছিয়ে আছে বা আমাদের নেই, সে বিষয়ে ভারতের হেল্প নেব। আশা করব, বাংলাদেশ সরকার আমাদের এফডিসিকে আরো সমৃদ্ধ করবে জোগানের দিক থেকে। আমরা যেন দেশে বসেই ছবির সব কাজ শেষ করতে পারি।’
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এই ছবি নিয়ে শাকিব খান বলেন, ‘গল্পটি শুনেছি এবং ভালো লেগেছে। এখন অনেক বেছে কাজ করছি। এই ছবিটায় অভিনয় করার মতো গল্প আছে।’
ছবির নায়িকা অপু বিশ্বাসও নিশ্চিত করেছেন, শাকিবের বিপরীতে থাকছেন তিনিই। অপু বলেন, “প্রথমেই দর্শককে ধন্যবাদ আমাদের ‘লাভ ম্যারেজ’ ছবিটি সফল করার জন্য। ‘বাজিকর’ ছবির গল্পটি আমার কাছে অন্য রকম মনে হয়েছে। ঠিকমতো সবকিছু শেষ হলে ‘বাজিকর’ হতে পারে একটি সুন্দর ও ব্যবসাসফল ছবি।”
আগামী অক্টোবর থেকে ‘বাজিকর’ ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অ্যাকশনধর্মী এই ছবির শুটিং ভারতের রামুজি ফিল্ম সিটি, মালদ্বীপ ও থাইল্যান্ডে করার কথা রয়েছে। পরিচালক এর আগে বেশ কয়েকটি ছবির কাজে হাত দিলেও এখন পর্যন্ত তাঁর একটি ছবিও মুক্তি পায়নি। সম্প্রতি চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায়।