৫০তম ছবির কাজ শুরু করেছেন কাজী হায়াৎ
এফডিসির ৮ নম্বর ফ্লোরে গতকাল বৃহস্পতিবার নতুন ছবির গানের শুটিং করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ। তাঁর নতুন ছবির নাম ‘ছিন্নমূল’। আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন শুটিং বন্ধ রেখে পরদিন থেকে টানা শুটিং হবে। ২০ আগস্ট এই ধাপের কাজ শেষ হবে বলে জানান পরিচালক। উল্লেখ্য, এই ছবি হতে যাচ্ছে তাঁর পরিচালিত ৫০তম ছবি।
কাজী হায়াতের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে নির্মিত হচ্ছে এই ছবি। এতে মূল ভূমিকায় অভিনয় করবেন কাজী মারুফ। তাঁর সঙ্গে থাকবেন অরিন ও কাজী হায়াৎ নিজে।
নায়িকা অরিন বলেন, ‘আমার মা লাইফসাপোর্টে আছে। হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য প্রতিদিন ২৫ হাজার টাকা লাগে। এই টাকা ম্যানেজ করতে আমি হোটেলে নাচ করি। আরো অনেক কিছুই করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত আমার মা বাঁচবে তো? ছবি দেখে এর উত্তর জানতে হবে। ছবিটিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আশা করি, দর্শকের জন্য কাজী হায়াৎ স্যারের নতুন উপহারটি ভালো লাগবে।’
নতুন ছবি প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, “আমি মূলত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ছবি নির্মাণ করি। ‘ছিন্নমূল’ এর থেকে ব্যতিক্রম হবে না। দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।”
নায়ক মারুফ বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের ভূমিকায় অভিনয় করে থাকি। এ ছবিতে আমার চরিত্রটি রাস্তার সাধারণ মানুষের, অসহায় হতভাগ্য একটি মানুষ। এর আগে আমি যত ছবিতে কাজ করেছি, তার প্রতিটি ছবির গল্পই বাস্তবসম্মত এবং বর্তমান সময়কে নিয়ে।’
কাজী হায়াৎ ছবির গল্প সম্পর্কে বলেন, ‘ছবিটি আমি শুরু করছি এভাবে যে, কয়েকটি ছেলেকে পুলিশ থানায় ধরে এনেছে, তাদের প্রত্যেককে নাম-ঠিকানা লিখে হাজতে ঢোকাচ্ছে। এ সময় মারুফকে প্রশ্ন করা হলে সে বলে, বাবার নাম সে জানে না। তার জন্ম যৌনপল্লীতে। তখন পুলিশ তার কাছে আইডি কার্ড দেখতে চায়। মারুফ বলে, তার আইডি কার্ডও নেই, সে ভোটার হতে পারেনি। কারণ, সেখানেও বাবার নাম দরকার হয়। এ সময় পুলিশ জানতে চায়, সে কী কাজ করে। মারুফের উত্তর, দুনিয়ায় যত খারাপ কাজ আছে, তার সবই সে করে। কারণ, জীবনে কোনো ভালো মানুষের সঙ্গে তার দেখা হয়নি। এভাবে শুরু হয় ছবি।’
নতুন ছবি প্রসঙ্গে কাজী হায়াৎ আরো বলেন, ‘আমাদের সমাজে ছিন্নমূলদের ব্যবহার করে পেট্রলবোমা মেরে যারা মানুষ হত্যা করে, তাদের গল্পই উঠে আসবে এই ছবিতে।’