গর্ভবতী হওয়ার গুজবে অবাক বিপাশা বসু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/19/photo-1516365504.jpg)
২০১৬ সালে এপ্রিল মাসে বেশ ধুমধাম করেই প্রেমিক করণ গ্রোভারের সঙ্গে বিয়ের শুভকাজটা সেরেছিলেন বিপাশা বসু। ভক্তদের আশা আব্রাম, তৈমুর, মিশার মতো কেউ আসুক বিপাশার কোলজুড়ে। তাই বারবার এ নিয়ে তৈরি হচ্ছে গুজব। সম্প্রতি আবারও যখন এমন গুজবের মুখোমুখি হয়েছেন তিনি, তখন আর বিরক্তি চেপে রাখতে পারেননি। হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, নিজের বিরক্তি প্রকাশের মাধ্যম হিসেবে টুইটারকে বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আবারও অবাক হলাম। গাড়িতে ওঠার পর আমি আমার ব্যাগ কোলের ওপর রাখলাম, তখনই নির্দিষ্ট কিছু গণমাধ্যম আমার গর্ভবতী হওয়ার গুজব রটিয়ে দিল। আমার ভক্তরা জেনে নিন, আমি গর্ভবতী নই। এটা বিরক্তিকর। শান্ত থাকুন। এটা তখনই হবে, যখন আমরা চাইব।’
এর আগে ২০১৭ সালের মার্চের দিকে বিপাশার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল। তখনো জবাব দেওয়ার মাধ্যম হিসেবে টুইটারকে বেছে নিয়েছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘আমার গর্ভবতী হওয়া নিয়ে সবার কৌতূহল একাধারে যেমন মিষ্টি, তেমনি বিরক্তিকর। আমি গণমাধ্যমকে হতাশ করার জন্য দুঃখিত, যাঁরা এ খবরটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আমাদের এখন সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যখন আমরা পরিকল্পনা করব, তখন এটা একটা আনন্দের খবর হবে এবং আমরা তখন এ খবরটি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করে নেব। এটা নিয়ে অনুমান করতে থাকাটা বিরক্তিকর। আমি সোজাসাপ্টা কথার মানুষ। তাই আমার সম্পর্কে যা লেখা হবে, তাই বিশ্বাস করবেন না। ধন্যবাদ সবাইকে।’
২০১৬ সালের ৩০ এপ্রিল মুম্বাইয়ে পাঞ্জাব ও বাঙালি রীতি অনুযায়ী বিয়ে হয় বিপাশা-করণ জুটির। বিপাশার জন্য এটা প্রথম বিয়ে হলেও করণের এটি তৃতীয় বিয়ে।