স্কুলে স্যানিটারি প্যাড বিতরণ করলেন সোনম কাপুর
এখন আর শুধু অভিনয় শেষ করলেই ছবির কেন্দ্রীয় চরিত্রের কাজ শেষ হয়ে যায় না। বরং অভিনব উপায়ে আসন্ন ছবিটিকে প্রচারের জন্য ছুটে যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজের আসন্ন ছবি ‘প্যাডম্যান’-এর প্রচারের জন্যও ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনম কাপুর। পরিচালক আর বালকিকে নিয়ে তিনি পৌঁছে যান স্থানীয় এক স্কুলে। আর সেখানকার ছাত্রীদের মাঝে বিতরণ করেন স্যানিটারি প্যাড।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি, সতর্কতা, ও স্যানিটারি প্যাড ব্যবহারের সচেতনতাই হচ্ছে ‘প্যাডম্যান’ ছবির মূল উপজীব্য। তাই ছবির প্রচারের জন্য স্যানিটারি প্যাড বিতরণের চেয়ে ভালো উপায় আর হতে পারে না-এমনটাই মনে করেন সোনম। স্কুলের মেয়েদের সঙ্গে করমর্দন ও আলাপ শেষে তাই সবাইকে এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন উপহার দেন তিনি।
কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে রাতারাতি খ্যাতি পাওয়া উদ্যোক্তা অরুণাচলম মুরুগাথানামের জীবনী অবলম্বনে নির্মিত করা হয়েছে ‘প্যাডম্যান’। ছবিতে অরুণাচলমের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। সোনম কাপুর ছাড়াও রয়েছেন রাধিকা আপ্তে। ভারতের প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে চলতি বছরের ২৫ জানুয়ারি ‘প্যাডম্যান’-এর মুক্তি পাওয়ার কথা থাকলেও সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতের সঙ্গে সংঘর্ষ এড়াতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। প্যাডম্যান ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৯ ফেব্রুয়ারি।