অসুস্থ তারপরও অস্ট্রেলিয়া গেলেন শাকিব

শারীরিকভাবে সুস্থ নন শাকিব খান। তারপরও শুটিংয়ের জন্য গতকাল সোমবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ব্যাংকক ও কলকাতায় ঘন ঘন যাওয়া-আসার কারণে গরম ও ঠান্ডা আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন শাকিব খান। তারপরও আগে থেকে শুটিং শিডিউল থাকায় বিমানে চড়েন তিনি।
ঢাকা ছাড়ার আগে শাকিব বলেন, ‘কয়েক দিন ধরেই শরীরের অবস্থা খুব ভালো নয়। তারপরও আজ রাতে ঢাকা ছাড়তে হচ্ছে। কিন্তু কিছুই করার নেই, কারণ আগে থেকেই অস্ট্রেলিয়ায় একটি ছবির শিডিউল দিয়ে রেখেছিলাম।’
‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে অংশ নিতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন বলে জানান শাকিব। তিনি বলেন, ‘পরিচালক তাঁর টিম নিয়ে অপেক্ষা করছেন। আজ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে আমরা আশা করি, আগামীকাল থেকে শুটিংয়ে অংশ নিতে পারব।’
শারীরিক অবস্থা নিয়ে শাকিব বলেন, ‘আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। কারণ, এই কদিন ব্যাংকক ও ভারত যাতায়াত করতে হয়েছে বারবার। এর মধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছি। সব মিলিয়ে গরম আর ঠান্ডা দুটো মিলে অসুস্থ হয়ে গেছি। আবার দেশে মাত্র একটি দিন থেকে আবারও চলে যাচ্ছি, ডাক্তার দেখানোর সময় পর্যন্ত পেলাম না।’
অস্ট্রেলিয়ায় গিয়ে ডাক্তার দেখাবেন জানিয়ে শাকিব বলেন, ‘এখানে যেহেতু ডাক্তার দেখানোর সময় পাইনি, তাই অস্ট্রেলিয়া গিয়ে ডাক্তার দেখাব, চিন্তা করেছি। আমার মনে হয়েছে, বারবার ওয়েদার চেঞ্জ করার জন্য আমার এমনটা হয়েছে। যেহেতু অস্ট্রেলিয়ায় প্রায় এক মাস থাকতে হবে, সেখানকার ওয়েদারের সঙ্গেও মানিয়ে নিতে হবে।’
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ‘সুপার হিরো’ শিরোনামের ছবিটি প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র, ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান।
থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।