২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শাহরুখ

ভালো কাজের স্বীকৃতি কখনো আটকে থাকে না। আপনি যেখানেই ভালো কাজ করুন না কেন, তার পুরস্কার আপনি পাবেনই। যেমনটা পেয়েছেন শাহরুখ খান। ভারতের শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করার ফলস্বরূপ ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। মুম্বাই মিররের খবরে প্রকাশ, তাঁর সঙ্গে পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী এলটন জন ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে সুইজারল্যান্ডের ডাভোসে বসে ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডের আসর। নিজের দেশের উন্নতির মাধ্যমে যাঁরা পৃথিবীর সার্বিক উন্নয়নে অবদান রাখেন, সেসব শিল্পীকে পুরস্কৃত করা হয় ক্রিস্টাল অ্যাওয়ার্ডের মাধ্যমে।
ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ তাঁর টুইটারে লিখেছেন, ‘জন এলটন ও কেট ব্ল্যানচেটের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড জয় করে সম্মানিত বোধ করছি।’ শুধু নারী ও শিশু অধিকার নিয়ে কাজই নয়, শাহরুখের মীর ফাউন্ডেশন ভারতে এসিড আক্রান্তদের জন্য চিকিৎসা, আইনি সহয়তা, প্রশিক্ষণ, পুনর্বাসন এবং বিভিন্ন ধরনের সাহায্য করে আসছে। সেগুলো বিবেচনায় নিয়ে শাহরুখকে এবারের পুরস্কারটি দেওয়া হয়।’
পুরস্কারপ্রাপ্তির পর দীর্ঘ এক বক্তৃতায় শাহরুখ বলেন, ‘কোনো নারীর মুখে এসিড ছুড়ে মারাটা অকল্পনীয় একটি অপরাধ।’ এ ছাড়া পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আসলেই গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্মানের জন্য। জন এলটন ও কেট ব্ল্যানচেটের মতো অসাধারণ ও মেধাবী মানুষের সঙ্গে পুরস্কার পাওয়াটা আসলেই অসাধারণ।’ তিনি তাঁর বক্তব্য শেষ করেন ‘নমস্কার’ ও ‘জয় হিন্দ’ দিয়ে।
ব্ল্যানচেট পুরস্কার পেয়েছেন শরণার্থীদের নিয়ে কাজের জন্য এবং জন পুরস্কার পেয়েছেন এইচআইভি-এইডস নিয়ে কাজের জন্য। এর আগে ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, মল্লিকা সারাভি, এ আর রহমান, শাবানা আজমি, রবি শঙ্কর ও আমজাদ আলি খান।