পদ্মাবত
করনি সেনাদের হুমকির মুখে হল মালিকরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/24/photo-1516761450.jpg)
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র ও ভারতের সুপ্রিম কোর্টের রায় সবকিছুই গিয়েছে ‘পদ্মাবত’-এর পক্ষে। তবুও কালো মেঘ কাটছেই না ‘পদ্মাবত’-এর আকাশ থেকে। ভারতের চার প্রদেশ—গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশজুড়ে এখনো বিতর্ক চলছে ‘পদ্মাবত’ নিয়ে। এরই সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে বিহার। জুম টিভির খবরে প্রকাশ, বিহারের প্রেক্ষাগৃহের মালিকদের পদ্মাবতের অগ্রিম বুকিং দিতে বাধা দিচ্ছে করনি সেনারা।
বিহারের জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, করনি সেনারা শুধু সিনেপলিসের মতো অনলাইন বুকিং এজেন্টকেই শাসাচ্ছে না, বরং করনি সেনাদের সমর্থকরা হুমকি দিয়েছে প্রেক্ষাগৃহের কর্মচারীদের। তাদের হুমকিতে ৫০টি হল তাদের বুকিং বাতিল ঘোষণা করেছে।
শুধু বিহারেই নয়, করনি সেনাদের ভয়ে পাটনায়ও বাতিল করা হয়েছে ‘পদ্মাবত’ ছবির বুকিং। ভারতের গয়া অঞ্চলে করনি সেনাদের সঙ্গে সংঘর্ষ এড়াতে ছবিটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রেক্ষাগৃহের মালিক। একই সিদ্ধান্ত নিয়েছে ভাগলপুর ও পুরনেয়া অঞ্চলের প্রেক্ষাগৃহগুলো।
করনি সেনাদের সভাপতি ধীরেন্দ্রর সিং জানিয়েছেন, ‘জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে প্রেক্ষাগৃহগুলোর উচিত পদ্মাবতের প্রদর্শন না করা।’ এরই মধ্যে ‘পদ্মাবত’-এর পোস্টার টাঙানোর কারণে গত সপ্তাহে মোজাফফরপুরের একটি সিনেমা হলে হামলা চালায় করনি সেনারা। পোস্টার ছিঁড়ে সিনেমা হলটি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরার চেষ্টা করা হচ্ছে।