দাদাগিরিতে রানী মুখার্জি
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে রানী মুখার্জির আসন্ন চলচ্চিত্র ‘হিচকি’। যার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ছবির প্রচারে তিনি হাজির হয়েছেন জিবাংলার জনপ্রিয় কুইজ শো দাদাগিরিতে। যেখানে কুইজে অংশগ্রহণকারী সবার জীবনের ‘হিচকি’ বা বাধা নিয়ে প্রশ্ন করেন রানী।
অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে সৌরভ গাঙ্গুলীকে তাঁর খেলোয়াড়ি জীবনের ‘হিচকি’ বা বাধা নিয়ে প্রশ্ন করেন রানী। সৌরভকে রানী বলেন, ‘সৌরভ, আপনি ক্রিকেটের ড্রাইভের জন্য বিখ্যাত। আমার মনে আছে, আমরা আপনার ড্রাইভ বা ছক্কার মারে উল্লাস করেছি। কিন্তু আপনার খেলোয়াড়ি জীবনের হিচকি বা বাধাটা কি যা আপনার জীবনে বারবার ফিরে এসেছে?’
উত্তরে সৌরভ বলেন, ‘সাধারণভাবে হিচকি বলতে বোঝায় আপনার পানির প্রয়োজন। আমি খুবই খুশি হয়েছি যে একজন মা হওয়ার সময় তাঁর বাধা বা হিচকির কথা এখানে বলেছেন। তেমনি ক্রিকেটীয় জীবনেও হিচকি রয়েছে। ক্রিকেটীয় জীবনে চলচ্চিত্রের মতই প্রতিযোগিতা রয়েছে। এ ছাড়া আপনি অনুশীলন করছেন, শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করছেন; কিন্তু কোনো কিছুই আপনার পক্ষে যাচ্ছে না। এটাই হচ্ছে আপনার খেলোয়াড়ি জীবনের মানসিক বাধা বা হিচকি।’
হলিউডের ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে ‘হিচকি’। যেখানে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। যার হেঁচকি ওঠার রোগ রয়েছে। যা তাঁর পেশাগত জীবনে বড় বাধা। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। প্রযোজনায় রয়েছেন মনীষ শর্মা ও রানীর স্বামী আদিত্য চোপড়া। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ‘হিচকি’র মুক্তি পাওয়ার কথা রয়েছে।