পাকিস্তানের ইমরান হাশমি
ঠিক যেন মেলায় হারিয়ে যাওয়া যমজ দুই ভাই। বলিউড তারকা ইমরান হাশমি ও পাকিস্তানের যুবক মাযদাক জানের ছবি পাশাপাশি রাখলে যে কেউ এটাই বলতে বাধ্য হবেন। জুম টিভির খবরে প্রকাশ, মাযদাকের চেহারা এতটাই ইমরান হাশমির সঙ্গে মেলে যে অনেকেই তাঁকে ইমরান হাশমি ভেবে ভুল করে বসেন।
সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মাযদাক বলেন, ‘আমি এটা খুবই পছন্দ করি, যখন সবাই আমার সঙ্গে সেলফি তুলতে চায় এবং কথা বলতে চায়। আমি তারকা না হয়েও তারকার সম্মান পাচ্ছি এবং আমি খুবই খুশি।’
বর্তমানে ‘চিট ইন্ডিয়া’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন ইমরান হাশমি। যে ছবিতে তাঁর চরিত্রকে একটি মাইলফলক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘চিট ইন্ডিয়া ছবির স্ক্রিপ্ট খুবই শক্তিশালী। আমার পড়া সবচেয়ে আকর্ষণীয় ও অসাধারণ গল্পগুলোর মধ্যে এটি একটি। আমি বিশ্বাস করি, এটা আমার অভিনয় জীবনের একটি মাইলফলক হবে। আমি আমার দুই সঙ্গী পরিচালক ও গল্প লেখকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’ ছবিটি পরিচালনা করেছেন সৌমিক সেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে টি সিরিজ ও এল্লিপসিস এন্টারটেইনমেন্ট।