কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

ভারতের দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এরইমধ্যে নির্মিত হয়েছে ছবি। ব্যবসায়িকভাবেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি। তাই ছবির দুনিয়ায় ধোনির তুলনায় অনেকটা পিছিয়েই রয়েছেন ভারতের প্রথমবারের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তবে এবার তাঁকে নিয়েও নির্মিত হচ্ছে চলচ্চিত্র। নাম রাখা হয়েছে ‘৮৩’। শুধু তাই নয়। সম্প্রতি চূড়ান্ত হয়েছে ছবিটির মুক্তির তারিখ।
ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জি নিউজের খবরে প্রকাশ, ‘২০১৯ সালের ৩০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত ও কবির খান পরিচালিত ‘৮৩’। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে কপিল দেবের অধিনায়কত্ব ও নৈপুণ্যে তৎকালীন শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ভারত। আর এই কাহিনীর ভিত্তিতেই নির্মিত হবে ছবিটি।’
পিটিআইকে পরিচালক কবির খান বলেন, ‘দর্শকরা জানেন ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। বর্তমানে চাইলেই প্রযুক্তির সাহায্যে রণবীরকে কপিলের মতো করে তোলা সম্ভব কিন্তু আমরা সে পথে হাঁটছি না। রণবীর কপিল দেবকে নিজের মধ্যে ধারণ করবে। আমরা চাই দর্শক রণবীরকে কপিল দেব হিসেবে উপভোগ করুক।’