নিজের ছবি দেখতে নিষেধ করলেন পরিচালক

চলচ্চিত্রের পরিচালকরা সবসময় নিজেদের ছবি যেন দর্শকরা দেখে সেটার জন্য আহ্বান জানান। কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘ভালো থেকো’ ছবিটি না দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। আর এই অনুরোধই এখন পোস্টার হয়ে সেঁটে আছে বিভিন্ন দেয়ালে।
অবশ্য পরিচালক সবাইকে নিষেধ করেননি, পোস্টারে দেখা যায় লেখা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের ছবিটি না দেখার আহ্বান জানানো হয়েছে। কিন্তু কেন? উত্তরে এনটিভি অনলাইনকে পরিচালক রাজু বলেন, ‘এটি বিশেষ কারণে আমি বলেছি। বিশেষ একটি মহলকে ছবিটি না দেখার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু কেন, তা এখনই বলতে চাই না।’
ছবিটি নিয়ে আশা প্রকাশ করে রাজু বলেন, ‘আমি ছবিটি নিয়ে শতভাগ আশাবাদী। আমি বিশ্বাস করি এই ছবি যে দর্শক একবার দেখবেন, তাঁরা আবারও হলে যাবেন ছবিটি দেখার জন্য। এমনকি আমি বলতে চাই অনেক দর্শক চার-পাঁচবার ছবিটি দেখবেন। ছবির প্রচার যদি ভালোভাবে করা যায় তাহলেই দর্শক হলে যাবে।’
ছবিটির প্রযোজনা সংস্থা অভি কথাচিত্রের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে। তবে হলের সংখ্যা দেড়শও হতে পারে বলে জানায় তারা। ‘ভালো থেকো’ ছবিতে আরিফিন শুভ, তানহা তাসনিয়াসহ অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, রেবেকা, জ্যাকি আলমগীর তানিন সুবহা প্রমুখ।