বাংলাদেশের ছবিতে ভারতের অভিনেত্রী মুমতাজ
বাংলাদেশের ‘মায়া, দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে অভিনয় করবেন ভারতের অভিনেত্রী মুমতাজ সরকার। ভারতের প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে মুমতাজ এ পর্যন্ত হিন্দি ও তেলুগু মিলিয়ে মোট ৩৬টি সিনেমায় অভিনয় করেছেন।
‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণ করবেন জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। ছবিটির সঙ্গে মুমতাজ সরকারের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মাসুদ পথিক। এ বছর ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত একমাত্র ছবি ‘রক্তকরবী'র নায়িকাও তিনি।
বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা বলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও যুদ্ধশিশুকে কেন্দ্র করে এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে। ছবির শুটিং শুরু হবে ১৪ ফ্রেব্রুয়ারি থেকে।
ঢাকা ও নরসিংদীর রায়পুরায় ছবির শুটিং হবে বলে জানান পরিচালক। সিনেমাটিতে মুমতাজ ছাড়াও অভিনয় করবেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, দেবাশীষ কায়সার প্রমুখ। ছবিটিতে প্রায় ২০ জন কবির অভিনয় করার কথা রয়েছে।