তৈমুরের ওপর গণমাধ্যমের নজর চান না কারিনা
তৈমুর আলি খান। জন্মের পর থেকেই ভারতীয় গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পাতৌদি পরিবারের ছোট নবাব। অনেক সময় গণমাধ্যমের কাছে তৈমুরের আগ্রহ ছাপিয়ে যাচ্ছে বাবা সাইফ আলি খান ও মা কারিনা কাপুরকেও। তবে বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, তৈমুরকে নিয়ে গণমাধ্যমের আগ্রহ পছন্দ করছেন না কারিনা।
সম্প্রতি অনামিকা খান্নার ল্যাকমি ফ্যাশন উইকের গ্র্যান্ড ফাইনালে হাজির হন কারিনা। সেখানেই তৈমুরের ব্যাপারে মুখ খোলেন তিনি। কারিনা বলেন, ‘আমার এটা নিয়ে চিন্তা হয়। কিন্তু আমার এ ব্যাপারে কিছু করার নেই। অভিভাবক হিসেবে আমি চাই অন্যান্য বাচ্চার মতো তৈমুরও স্বাভাবিক শৈশব পার করুক, যেটা আমি ওকে দিতে চাই। এখন সে হয়তো গণমাধ্যমের মনোযোগের ব্যাপারে কিছুই বোঝে না; কিন্তু একটা সময় সে বুঝবে। আমি মনে করি, সে বুঝতে পারবে আলো দেখে। সে বোঝার চেষ্টা করবে এত আলোর উৎস কী।’
বর্তমানে নিজের আসন্ন ছবি ‘ভিরে ডি ওয়েডিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন কারিনা কাপুর। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সোনম কাপুর, সারা ভাস্কর, শিখা তালসানিয়া। ছবিটি পরিচালনা করছেন শঙ্কর ঘোষ। প্রযোজনায় রয়েছেন রেহা কাপুর।