কোন দলের নেতা হচ্ছেন শাকিব খান?
‘নেতা নয়, নীতির প্রশ্নে—দল নয়, সমাজের স্বার্থে; সমাজের যোগ্য সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নেতা হবো।’ এমন স্লোগান নিয়ে পোস্টারে ছেয়ে গেছে ঢাকার রাজপথ। কিন্তু কোন দলের নেতা হয়ে আসছেন শাকিব খান?
আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত চলচ্চিত্র ‘আমি নেতা হবো’। ছবির মুক্তিকে কেন্দ্র করে এমন পোস্টার করা হয়েছে বলে জানান ছবির প্রযোজক সেলিম খান। উত্তম আকাশ পরিচালিত ছবিটির বেশ কিছু দৃশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেন্সর বোর্ড থেকে এই দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয়। তখন ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দেয় সেন্সর বোর্ড। তাঁরা যুক্তি দেন, এমন ছবি থাকলে মনে হতে পারে শাকিব খান আওয়ামী লীগের নেতা হয়ে আসছেন। তবে পরে সেন্সর বোর্ডকে নিজেদের যুক্তি তুলে ধরেন প্রযোজক। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি থাকছে বলে জানান তিনি।
প্রযোজক সেলিম খান বলেন, ‘আমরা সেন্সর বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই ছবিগুলো সরানোর দরকার নেই। কারণ, বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। তিনি দল ও মতের ঊর্ধ্বে। এটা উনারা বুঝেছেন। আমরা আনকাট ছাড়পত্র পেয়েছি। তবে ছবিতে আমরা আওয়ামী লীগকে দেখাইনি। অন্য একটি দলের নাম ব্যবহার করেছি, যে নামে কোনো রাজনৈতিক দল নেই।’
পোস্টার নিয়ে সেলিম খান বলেন, ‘আমরা এখন যে পোস্টারটি দিয়েছি, এটি আমাদের ছবির প্রচারের অংশ। এরই মধ্যে পোস্টারটি সবার নজর কেড়েছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
দেড় শতাধিক হলে ছবিটি মুক্তি পাবে জানিয়ে সেলিম বলেন, ‘আমরা এরই মধ্যে ছবিটি বুকিং শুরু করেছি। সবকিছু মিলে দেড়শ হলে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে। তবে দেশের বড় সব হলে ছবিটি মুক্তি পাবে।’
শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ।