করণের যমজ সন্তানদের জন্মদিন আজ

আজ থেকে ঠিক এক বছর আগে, এই দিনে বলিউড নির্মাতা করণ জোহরের ঘর আলো করে জন্ম নেয় যমজ সন্তান যশ ও রুহি। এনডিটিভির খবরে প্রকাশ, তাদের প্রথম জন্মদিন স্মরণীয় করে রাখতে টুইটারে পোস্ট দিয়েছেন বাবা করণ জোহর। এ ছাড়া রয়েছে ছোটখাটো পার্টির ব্যবস্থাও।
টুইটারে যমজ সন্তানের ছবিসহ দেওয়া এক পোস্টে করণ লিখেন, ‘আমাকে ও আমার মাকে সবচেয়ে সেরা ও সুন্দর উপহার দেওয়ার জন্য আমি এই বিশ্বকে যথেষ্ট ধন্যবাদ দিতে চাই। শুভ জন্মদিন যশ ও রুহি। তোমরা আমাদের জন্য আশীর্বাদ।’ করণের দেওয়া সেই পোস্টে ৩০ মিনিটে প্রায় ১৭ হাজার লাইক পড়ে যায়।
এ ছাড়া জন্মদিন উপলক্ষে পার্টির ব্যাপারে করণ বলেন, ‘বাড়িতেই বাচ্চাদের সঙ্গে নিয়ে ছোট একটা পার্টি হবে। এ বছর আমি পার্টিটাকে সাধারণ ও ঘনিষ্ঠ রাখতে চাই।’
করণের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘এরই মধ্যে করণ তাঁর বন্ধু এবং তাঁদের বাচ্চাদের আমন্ত্রণ জানানোর কাজ সেরে ফেলেছে। সেখানে তালিকায় থাকছে তৈমুর আলি খান (কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে), আদিরা (রানি মুখার্জির মেয়ে), মিশা কাপুর (শহিদ কাপুর ও মিরা রাজপুতের মেয়ে) লক্ষ্য কাপুর (তুষার কাপুরের ছেলে)। এ ছাড়া বলিউডে অন্যান্য বাচ্চাও উপস্থিত থাকবে।’