বলিউডের তিন খানের মধ্যে এগিয়ে কে?
বলিউড যদি এক প্যাকেট তাসের নাম হয় তাহলে তাঁর তিন টেক্কা বলিউডের তিন খান-শাহরুখ খান, সালমান খান ও আমির খান। অন্য সব তারকার চেয়ে এই তিনজন যে সেরা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তাঁদের মধ্যে সেরা কে? এই নিয়ে রয়েছে তাঁদের দর্শক-ভক্তদের মতভেদ। তাই দর্শক সংখ্যা দিয়েই তা বিচারে দায়িত্ব নিয়েছে জুম টিভি। বক্স অফিসের সৌজন্যে গত ১০ বছরে এই তিন খানের জনপ্রিয় সব ছবির দর্শক সংখ্যার বিচারে চলুন জেনে নিই, এগিয়ে রয়েছেন কোন তারকা।
১. দঙ্গল (২০১৬) - ৩,৬৯,৯৬,০০০ জন।
২. বজরঙ্গি ভাইজান (২০১৫) – ৩,৫৪,১৭,০০০ জন।
৩. পিকে (২০১৪) – ৩,৫০,৬১,০০০ জন।
৪. সুলতান (২০১৬) – ৩,২০,৮৫,০০০ জন।
৫. থ্রি ইডিয়টস (২০০৯) – ৩,১৭,৮৫,০০০ জন।
৬. ধুম ৩ (২০১৩) – ২,৯৭,৯৩,০০০ জন।
৭. চেন্নাই এক্সপ্রেস (২০১৩) – ২,৫২,২৭,০০০ জন।
৮. দাবাং (২০১০) – ২,৫০,৮৬,০০০ জন।
৯. এক থা টাইগার (২০১৪) – ২,৪৭,৩৯,০০০ জন।
১০. কিক (২০১৪) – ২,৪১,৯২,০০০ জন।