কাজী হায়াৎ ও খালেদা আক্তার কল্পনার পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান পেলেন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াৎ ও অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গতকাল শনিবার দুজনকেই ১০ লাখ টাকা করে চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
খালেদা আক্তার কল্পনা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় থেকে দূরে আছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এমন অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।
অন্যদিকে, পরিচালক কাজী হায়াৎ দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। ২০০৪ সালে হার্টে দুটি রিং বসানো হয়েছে, পরের বছর ওপেন হার্ট সার্জারি করা হয়। কিছুদিন ধরে আবার হার্টে সমস্যা দেখা দিলে তিনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন।
কাজী হায়াৎ বলেন, ‘গতকাল আমরা দুজনই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেছি। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত করার জন্য। অনেকেই মনে করতে পারেন, আমার অবস্থা তো খারাপ নয়, আমাকে কেন এমন সাহায্য করতে হবে। এটা আসলে টাকা নয়, এটা সম্মান। আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। চলচ্চিত্রে আমার যে অবদান, তাতে আমি এই সম্মান তো পেতেই পারি। বরং আমি মনে করি, এভাবে ১০ লাখ টাকার চেক না দিয়ে আমাদের মতো যাঁরা আছেন, তাঁদের সব চিকিৎসার ভার নেওয়া উচিত সরকারের। তার পরও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’