কে হচ্ছেন পপির নায়ক?

আগামী মাস থেকে শুরু হচ্ছে নতুন ‘পাথরের মন’ ছবির শুটিং। এরই মধ্যে ঠিক হয়েছে ছবির নায়িকা হবেন পপি। আর ছবিটি প্রযোজনা করবেন ডিপজল। চিত্রনাট্য তৈরি করছেন পরিচালক ছটকু আহম্মেদ।
ছটকু আহম্মেদ বলেন, ‘আমরা আগামী মাসে ছবির কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে নায়িকা পপি ও সাইমনকে ছবির জন্য চূড়ান্ত করেছি। তবে পপির নায়ক কে হবেন, সেটা নিয়ে এখনই কিছু বলব না। এটা নিয়ে আমাদের একটি চমক আছে, এখনই আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আগামী মাসে এই চমক আমাদের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সাহেব নিজেই দেবেন।’
এ বিষয়ে ডিপজল বলেন, ‘পপিকে নিয়ে দর্শকের সামনে চমক নিয়ে হাজির হবো। পপি ছাড়া আমি এই ছবির জন্য নতুন একজন নায়িকা খুঁজছি। ভালো অভিনয় করে এমন মেয়ে দরকার। এর আগেও আমার প্রযোজনা হাউস থেকে অনেক নতুন শিল্পী বের হয়েছে, তাদের অনেকেই এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমি এই ছবির জন্য এমন একজন নায়িকা চাই, যাকে দিয়ে আমার আরো ছবিতে কাজ করাতে পারব।’
‘দুলাভাই জিন্দাবাদ’ ছিল ডিপজলের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা মৌসুমী।