নিজের পারিশ্রমিক বাড়ালেন রণবীর

২০১০ সালে যশরাজ ফিল্মসের হাত ধরে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে শুরু। এরপর সঞ্জয় লীলা বানসালির হাত ধরে আসে রণবীর সিংয়ের অভিনয় জীবনের নতুন মোড়। ‘গলিও কি রাসলীলা : রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেন রণবীর। আর বানসালি পরিচালিত তাঁর সর্বশেষ ছবি ‘পদ্মাবত’-এর সাফল্য দিয়ে নিজের পারিশ্রমিক বৃদ্ধি করলেন রণবীর।
ডেকান ক্রনিকেলসের বরাত দিয়ে জি নিউজের খবরে প্রকাশ, ‘পদ্মাবত’-এর সাফল্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি রুপি করেছেন রণবীর। একটি বাণিজ্যিক সূত্র থেকে ডেকান ক্রনিকেলস জানায়, “দাম বেড়ে যায় যখন বক্স-অফিসে কেউ বড় কোনো হিট ছবি দেয়। ‘পদ্মাবত’-এর সাফল্যে রণবীরও এখন বড় দাম হাঁকা শুরু করেছেন। তাঁর ছবি গোটা ভারতে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর পারিশ্রমিক বৃদ্ধি করেছেন। তবে দীপিকার পারিশ্রমিক পদ্মাবত করার আগেই রণবীরের থেকে বেশি ছিল। কারণ, রণবীরের থেকে বেশিদিন দীপিকাকে শুটিং করতে হয়েছে। সাধারণত একটি চরিত্রে অভিনয় করতে ৬০ দিন সময় লাগে। দীপিকার এর থেকেও বেশি সময় লেগেছিল। তাই ‘পদ্মাবত’ গোটা ভারতে মুক্তির পর ১৩ কোটি রুপি নিজের পারিশ্রমিক নির্ধারণ করেন রণবীর।”
বর্তমানে জয়া আক্তারের পরিচালনায় আলিয়া ভাটের বিপরীতে ‘গুল্লি বয়’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। এ ছাড়া কবির খানের পরিচালনায় কপিল দেবের জীবনীনির্ভর ছবি ‘৮৩’ এবং রোহিত শেঠির পরিচালনায় ‘সিমবা’ ছবিও রয়েছে রণবীরের হাতে।