মধ্যপ্রদেশে শুটিং করছেন বরুণ ও আনুশকা
এর আগে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মাকে। নিজেদের আসন্ন ছবি ‘সুই ধাগা : মেড ইন ইন্ডিয়া’য় জুটিবদ্ধ হচ্ছেন তাঁরা। এরই মধ্যে ছবিটিতে তাঁদের লুক প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। জানা গেছে, শুটিংয়ের জন্য এরই মধ্যে মধ্যপ্রদেশের ছোট একটি গ্রামে পৌঁছেছেন তাঁরা। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, এখানেই হচ্ছে ‘সুই ধাগা’ ছবির কিছু অংশের শুটিং।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিটির একটি দৃশ্যে দেখা গেছে, গ্রামের রাস্তায় হেঁটে সংলাপ বলছেন বরুণ ও আনুশকা। ছবিতে মাওজি নামের একজন দর্জির ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান। অন্যদিকে একজন এমব্রয়ডারের চরিত্রে দেখা যাবে আনুশকাকে। আনুশকার চরিত্রের নাম মমতা।
ছবিটির কাহিনী লিখেছেন শরৎ কাটারিয়া। পরিচালনাও করছেন তিনি। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।