আবারও ভাইরাল শাহরুখকন্যা

ইন্টারনেট দুনিয়ায় যেসব বলিউড তারকার নিয়মিত খোঁজখবর রাখা হয়, তাঁদের মধ্যে বেশ ওপরের দিকেই রয়েছেন শাহরুখ খান। তবে তাঁর মেয়ে সুহানাও কম যান না।
বলিউডে পা রাখার আগেই ইন্টারনেট দুনিয়ায় ছবি দিয়ে প্রায়ই ঝড় তোলেন শাহরুখকন্যা। সে রকমই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। জুম টিভির খবরে প্রকাশ, ছবিতে সুহানাকে দেখা গেছে সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের সঙ্গে।
একটি ক্লাবে গিয়েছিলেন সুহানা ও সানায়া। সেখানে তাঁদের তোলা ছবিটিই ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়। সুহানার পরনে ছিল কালো রঙের পোশাক। অন্যদিকে সানায়ার পরনে ছিল সবুজ রঙের পোশাক। সানায়া ছাড়াও বন্ধুদের বিশাল বহর রয়েছে সুহানার। যেখানে রয়েছে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা কাপুর এবং ভগ্নীপুত্র অহন পান্ডে। তবে ছবিতে তাঁদের দুজনের কেউ উপস্থিত ছিলেন না।
শাহরুখ খান ও গৌরী সেনের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। সুহানার বলিউড অভিষেক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘সুহানার ইচ্ছে রয়েছে অভিনেত্রী হওয়ার এবং আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই।’
বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন আনন্দ এল রায়ের পরবর্তী ছবি ‘জিরো’র শুটিং নিয়ে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।