শুভেচ্ছাদূত অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের সফল নায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে প্রায় আশিটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার বেশির ভাগ ছবিই ছিল ব্যবসাসফল।
প্রায় দেড় বছর বিরতির পর আবারও চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন অপু। একই সঙ্গে বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ শুরু করছেন। গতকাল শুক্রবার ‘মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস’-এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।
রাজধানীর বনানীতে অবস্থিত মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউসের শো-রুম উদ্ধোধন করে অপু বিশ্বাস বলেন, ‘মেহজাবিন ফ্যাশন হাউসের পোশাক আমি অনেক আগে থেকেই পছন্দ করি। তারা এমনিতেই ভালো প্রোডাক্ট বানায়। আর আমি সব সময় ভালো কিছুর সাথে থাকতে চাই। এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ভালোই লাগছে। মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউসের জন্য শুভ কামনা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউসের কর্ণধার মাহমুদা রহমান। এ ছাড়া ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, অভিনেত্রী চাঁদনী, র্যাম্প মডেল হিমি, অভিনেত্রী মৌটুসি বিশ্বাস, সুস্মিতা সায়লিসহ অনেক মডেল-অভিনয়শিল্পী। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন গৌতম সাহা।
অপু বিশ্বাস সম্প্রতি ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রফিক সিকদার পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।
এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজনীতি’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন শাকিব খান।